জামালপুর সংবাদদাতা।।
জামালপুরে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। শনিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ৪০৯জন মেধাবী শিক্ষার্থীর প্রতিজনকে ৪ হাজার করে মোট ১৬ লাখ ৩৬ হাজার টাকা এককালীন বৃত্তি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.