অনলাইন ডেস্ক।
দেশে গত ২৪ ঘন্টায় আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময় এ রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি।
এ নিয়ে টানা ২৮ দিন করোনায় মৃত্যুহীন কাটালো দেশ।
স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ।
মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জন। মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন রয়েছে।
গত একদিনে সুস্থ হয়েছেন ২৪১ জন। তাদের নিয়ে মোট ১৯ লাখ ১৩৮ জন সুস্থ হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.