জামালপুর সংবাদদাতা।।
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার দুপুরে শহরের সিংহজানী খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ফিতা কেটে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালু আলম, সিংহজানী এলএসডির সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা উত্তম কুমার দাস প্রমুখ। জানা যায়, সদর উপজেলায় বোরো মৌসুমে প্রতি কেজি চাল ৪০ টাকা দরে ১৬ হাজার ৪শ ৪২ মেট্রিকটন এবং ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ৪ হাজার ৮শ ৪৭ মেট্রিকটন সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.