অনলাইন ডেস্ক |
দ্বিতীয় ইনিংস শুরু করে দ্রুত রান তোলে বড় লিডের পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন তাইজুল ইসলাম।
ইতোমধ্যে প্রোটিয়াদের দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন টাইগার স্পিনার। তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে ২ উইকেটে ৮৪ রান করেছে স্বাগতিকেরা। ব্যাটিংয়ে আছেন ওপেনার সারেল এরউই (৪০)। ইতোমধ্যে দ. আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৩২০ রান।
অধিনায়ক-ওপেনার ডিন এলগারকে (২৬) বোল্ড করে প্রোটিয়াদের ৬০ রানের ওপেনিং জুটি ভাঙেন তাইজুল। এরপর নিজের দ্বিতীয় শিকার হিসেবে কিগান পিটারসেনকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পিটারসেন আউট হওয়ার পরপরই চা বিরতিতে যায় দু’দল।
এর আগে বাংলাদেশর প্রথম ইনিংস থামে ২১৭ রানে। ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিন শুরু করেছিল সফরকারীরা।
টাইগারদের ফলোঅনে না পাঠিয়ে ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিক দল। দ. আফ্রিকা প্রথম ইনিংস করে ৪৫৩ রান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.