অনলাইন ডেস্ক |
চলমান প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে পুরান ঢাকার ক্লাবটি।
শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। সাদা-কালোদের বড় জয়ে অধিনায়ক ও মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের জোড়া গোল অন্যতম ভূমিকা রেখেছেন। এছাড়াও ফরহাদ মনা, অস্ট্রেলিয়ান অ্যারন রিয়ারডন ও জাফর ইকবাল একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন ঘানার ফরোয়ার্ড ফিলিপ আদজাহ।
সাদা কালোদের বড় পাওয়া সুলেমান দিয়াবাতের পারফরম্যান্স। নিজে গোল করছেন, অন্যদের দিয়েও করাচ্ছেন। একের পর এক গোল করে গোল্ডেন বুটের তালিকায় নিজেকে সুসংহত করছেন দিয়াবাতে। আগে পাঁচ গোল করে সর্বাধিক গোলদাতাদের তালিকায় যুগ্মভাবে পঞ্চমস্থানে থাকলেও এখন যৌথভাবে রয়েছেন সপ্তম স্থানে। দিয়াবাতের সঙ্গে রয়েছেন সহাবস্থান করছেন ঢাকা আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ, শেখ জামালের দুই বিদেশি গাম্বিয়ান সলোমন কিং কানফর্ম ও নাইজেরিয়ান ম্যাথু চিনেদু।
আগামীকাল (শনিবার) প্রিমিয়ার লিগের প্রথম লেগের শেষ ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল মুখোমুখি হবে স্বাধীনতা ক্রীড়া সংঘের।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.