জামালপুর সংবাদদাতা।।
বিশ্ব পানি দিবস উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ভূ-গর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়েছে। সোমবার সকালে শহরের বকুলতলা চত্ত্বর থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় বিটিভির মাধ্যমে গণভবন থেকে সরাসরি জাতীয় অনুষ্ঠান দেখানো হয়। বিটিভির লাইভ সম্প্রচার দর্শনের পর জেলা প্রশাসনের আয়োজনে ও জামালপুর পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.