জামালপুর সংবাদদাতা।।
জামালপুর শহরে সংখ্যালঘু মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরের দিকে শহরের কালীঘাট এলাকায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধা শ্যামসুন্দর বর্মা। লিখিত অভিযোগে বীরমুক্তিযোদ্ধা শ্যামসুন্দর বর্মা বলেন, শহরের কালীঘাটের ৪.৫৬ শতাংশ জমিতে পূর্বপুরুষ থেকে তারা বসবাস করে আসছে। দীর্ঘদিন যাবত প্রতিবেশী আরিফ বেকারীর স্বত্তাধিকারী হানিফ উদ্দিন এবং আনন্দ বেকারীর স্বত্তাধিকারী জোবায়ের হোসেন এই জমি দখলের চেষ্টা করে আসছে। ইতিমধ্যে ১ শতাংশ জমি দখল হয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। বাকিটুকুও দখলের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। এই জমি উদ্ধার ও দখলমুক্ত করার জন্য প্রশাসনের সহায়তা চান বীরমুক্তিযোদ্ধা শ্যামসুন্দর বর্মা। অভিযোগ প্রসঙ্গে আরিফ বেকারীর স্বত্তাধিকারী হানিফ উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা শ্যামসুন্দর বর্মা যা অভিযোগ করেছেন তা সবই মিথ্যা, বানোয়াট। আমি আমার জায়গাতে কাজ করছি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.