নিজস্ব প্রতিবেদক |
জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন এবার সিনেবাজের জন্য ওয়েব সিরিজ বানাচ্ছেন। ওয়েব সিরিজটির নাম ‘মিষ্টির প্যাকেট’। জানা গেছে এটি ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজের সবচেয়ে বড় বাজেটের ওয়েব সিরিজ।
১৪ই মার্চ, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। এই বিষয়ে নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজকেই সিনেবাজের সাথে চুক্তি সাক্ষর করলাম। ‘মিষ্টির প্যাকেট’ একটি সাইকো থ্রিলার ওয়েব সিরিজ’।
‘মিষ্টির প্যাকেট’ ওয়েব সিরিজে কারা অভিনয় করছেন এই বিষয়ে আগামী ২০ মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।
সম্প্রতি অনন্য মামুন শেষ করেছেন তার নতুন সিনেমা ‘রেডিও’র কাজ। সিনেমাটি নির্মিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে। এই সিনেমায় ১৫ বছর পর জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও অভিনেত্রী জাকিয়া বারী মম। তরঙ্গ প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
খুব শিগগিরই সিনেমাটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হবে। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.