নিজস্ব প্রতিবেদক |
ডিজিটাল নিরাপত্তা আইনে গায়ক ইলিয়াস হোসাইনের করা মামলায় তার স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার সুবাহ আদালতে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন। আদালতে সুবাহর পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।
মামলার অভিযোগে বলা হয়, সুবাহ গত বছরের ২৮ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। সে মামলায়ই আজ আগাম জামিন পেলেন সুবাহ
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.