অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টায় লিবিয়ার ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক ৪৭ বাংলাদেশি দ্বিতীয় দফায় দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার কিছু পরে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই ডিটেনশন ক্যাম্প থেকে প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।
ব্র্যাক মাইগ্রেশন-এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, প্রথম দফায় দেশে ফেরাদের আশকোনার হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ সকাল ১০টায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে।
অবৈধভাবে লিবিয়ায় পাড়ি জমানোসহ বিভিন্ন অপরাধের কারণে দেশটিতে আটক রয়েছেন বাংলাদেশিরা।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার সহযোগিতায় দেশে ফিরতে শুরু করেছেন এসব বাংলাদেশি।
অবৈধভাবে সাগর পথে লিবিয়া হয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন তারা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.