প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২২, ৬:৩৯ পি.এম
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধি
মানহানির অভিযোগে ঢাকা পোস্টের মাদারীপুর জেলা প্রতিবিধি নাজমুল মোড়ল এর বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। আদালতের বিচারক মামুনুর রশিদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন।
রবিবার (২ জানুয়ারি) বিকেলে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সাংবাদিক নাজমুল মোড়ল এর দাবি, উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করতে গোলাম রাব্বানী তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
মামলা ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর ঢাকা পোস্ট অনলাইন নিউজ পোর্টাল থেকে "গোলাম রাব্বানীর বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগ" শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সেখানে বলা হয়েছে গত ২৬ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার সমর্থ কদের নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়ির কয়েকজনকে পিটিয়ে আহত করেন। মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান।এ ঘটনার প্রেক্ষিতে গত বুধবার (২৯ ডিসেম্বর) গোলাম রাব্বানীকে প্রধান করে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অর্ধ শত মানুষকে আসামি করে আদালতে অভিযোগ দেন আব্দুল গনি।
এ ব্যাপারে গোলাম রাব্বানী জানান, আমি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গত ২৬ ডিসেম্বর নির্বাচনে আমার মামা নির্বাচনে ভোটে হেরেছেন। জয়পরাজয় থাকতেই পারে আমরা তা মেনে নিয়েছি। উক্ত ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।আমার বিরুদ্ধে যে সংবাদটি প্রকাশিত হয়েছে এতে আমার মানহানি হয়েছে।
এ ব্যাপারে মামলার আসামী নাজমুল মোড়ল জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে আব্দুল গনি নামে এক ব্যাক্তি অভিযোগ করেছেন। আমি সেই অভিযোগ এর ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এখানে আমি পুরোপুরি স্বচ্ছ। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার কাজটি করেছি।আমার বিরুদ্ধে মানহানীর যে অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন। আমি অভিযোগ প্রত্যাহারের দাবি করছি।
সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর প্রেসক্লাবসহ জেলার তিনটি সাংবাদিক সংগঠন। মাদারীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সোহাগ বলেন, ‘সংবাদের সত্যতা নিশ্চিত করেই সংবাদ প্রকাশ করেছে। এখানে ছাত্রলীগ নেতার স্বার্থে আঘাত লাগায় তারা তাদের অপরাধ ঢাকতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে মামলা করেছেন। এই মামলার কোন ভিত্তি নেই। মামলাটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.