জামালপুর সংবাদদাতা।।
১০ ডিসেম্বর জামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে শহরে আনন্দ শোভাযাত্রা বের করে বীর মুক্তিযোদ্ধারা। জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। আনন্দ শোভাযাত্রাটি শহরের দয়াময়ী চত্বর থেকে বের হয়ে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীসহ জেলার অন্যান্য বীরমুক্তিযোদ্ধা ও বীরমুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.