মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর র্যাব-৮, সিপিসি-৩ ক্যাম্পের একটি অভিযানিক দল ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শহিদ খান(৩০)কে গ্রেপ্তার করেছে। সোমবার (১ নম্বেভর) মধ্যরাতে মাদারীপুর সদর উপজেলার বিসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আটকৃত শহিদ খান মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তির মৃত শাহেদ খানের ছেলে।
মাদারীপুুর র্যাব জানায়, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে সোমবার মধ্যরাতে মাদারীপুর জেলার সদর মডেল থানার বিসিক এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার সদর থানার জিআর ২৯৭/১৪ এর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ শহিদ খানকে গ্রেপ্তার করে।
মাদারীপুর র্যাব-৮ কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত আসামীকে মাদারীপুর জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এবং র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.