মোঃ নূর ইসলাম নয়ন।।
২৩ অক্টোবর ঘাসিপাড়াস্থ বাংলাদেশ পরিবার পরিকল্পনা
সমিতি (এফপিএবি) দিনাজপুর শাখা আয়োজিত এ্যাডঃ এম ফয়জুর রহমান মিলনায়তনে
৪৪তম বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়।
এফপিএবি দিনাজপুর শাখার সভাপতি প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী’র সভাপতিত্বে
স্বাগত বক্তব্য রাখেন এফপিএবি’র জেলা কর্মকতার্ (ভারপ্রাপ্ত) ও এক্র এক্র অফিসিও মোঃ
কামরুজ্জামান। সভায় শোক প্রস্তাব পাঠ করেন মেডিকেল অফিসার মোছাঃ মজিদা খাতুন।
৪৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সাবেক অবৈতনিক সাধারণ সম্পাদক
ডাঃ আব্দুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখা পরিষদের সদস্য জাহাঙ্গীর আহম্মেদ, মিসেস মঞ্জু
আরা বেগম ও মুক্তারা জাহান লিসা। সভাপতি প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী বার্ষিক
প্রতিবেদন পাঠ করেন এবং আর্থিক প্রতিবেদন ও বহিরাগত অডিট রিপোর্ট উপস্থাপনা
করেন অবৈতনিক কোষাধ্যক্ষ শাহ্ ইয়াজদান মাশার্ল। প্রতিবেদন এর উপর আলোচনা করেন
জাতীয় কাউন্সিলর আমিরুল ইসলাম, আজীবন সদস্য মোঃ নুরুজ্জামান, মাইনুল ইসলাম, ডাঃ
মোঃ আব্দুল করিম ও একেএম মেহেরুল্লাহ বাদল। মুক্ত আলোচনা শেষে সদস্যরা প্রতিবেদন
দুটি’র হাত তুলে অনুমোদন প্রদান করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম
সমন্বয়কারী শাহিনুর রহমান শাহীন। সভাপতির বক্তব্যে প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী বলেন,
এফপিএবি দিনাজপুর শাখায় এখন স্বয়ংসম্পন্ন ল্যাবরেটরী রয়েছে। এক্স-রে, ইসিজি,
আলট্রাসনোগ্রাম সহ বায়োকেমিস্ট্রি ও হেমোটোলোজিক্যাল সহ সকল পরীক্ষা আধুনিক
যন্ত্রপাতি দিয়ে করা হচ্ছে। নরমাল ডেলিভারী কার্যক্রম চলমান রয়েছে। আগামীতে
সিজারিয়ান সেকশন চালুর পরিকল্পনা রয়েছে। গত বছরে আমরা সন্তোষজনক আয় করেছি এই
শাখায়। আপনাদের সহযোগিতা পেলে এফপিএবি দিনাজপুর শাখা আগামীতে দেশের মডেল
হবে বলে আমি বিশ্বাস করি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.