এস এম আজাহার হোসেন, লাইভনিউজ ডেস্ক।।
আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভাল উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন এই পতিপাত্য বিষয় নিয়ে মাদারীপুর বিশ্ব খাদ্য দিবর উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় মাদারীপুর সদর উপজেলার আছমত আলী খান মিলনায়তন সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে বিশ্ব খাদ্য দিবর উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সভাপতিত্ব করেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো.মোয়াজ্জেম হোসেন এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ এবং মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.