অনলাইন ডেস্ক।।
নরওয়ের একটি শহরে তীর-ধনুক নিয়ে এক ব্যক্তির হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কংসবার্গ শহরের ওই ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
আলজাজিরা জানায়, বুধবারের এ ঘটনায় সন্দেহভাজন আটক হলেও হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কিছু বলতে পারেনি।
পুলিশ প্রধান অইভিন্দ আস বলেন, ‘ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে… এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, ওই ব্যক্তি একাই এ ঘটনা ঘটিয়েছে।’
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ওই ব্যক্তি শহরে ঘুরে ঘুরে মানুষকে লক্ষ্য করে তীর ছুড়েছিল।
এটি সন্ত্রাসী হামলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।
এদিকে দেশটির টিভি২ চ্যানেল জানিয়েছে, ওই ব্যক্তির কাছে ছুরি এবং অন্যান্য অস্ত্রও ছিল।
তীর-ধনুক হামলাকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.