প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ৮:০৫ পি.এম
শিবচরে চরে অভিযানে দশ লক্ষ মিটার কারেন্টজাল ও ৬৫টি ট্রলার জব্দ
মো. বজুলুর রহমান,শিবচর(মাদারীপুর)।।
মাদারীপুর জেলার শিবচরে চরে অভিযানে দশ লক্ষ মিটার কারেন্টজাল ও ৬৫টি ট্রলার জব্দ করে উপজেলা প্রশাসণ। পরে কারেন্টজল গুলো সবার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং সরকারি নিষেধাক্ষা শেষ হলে মাছ ধরার ট্রলারগুলো ফিরিয়ে দেয়া হবে জানিয়েছেন শিবচর উপজেলা প্রশাসণ।
ইলিশ রক্ষায় শিবচরে সকল প্রশাসনের সম্মিলিত সাড়াশী অভিযান।
বুধবার পদ্মার চরে শিবচর উপজেলা প্রশাসন সহ সকল প্রশাসনের সম্মিলিত মৎস্য অভিযান পরিচালনার সময় চরজানাজাতে ২৫ লক্ষাধিক টাকা মূল্যের দশ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে শিবচর উপজেলা প্রসাশনের দায়িত্বে পুড়িয়ে ফেলা হয় এবং ৬৫ টি ট্রলার জব্দ করা হয়।
বিগত কয়েকদিনে যদিও প্রশাসন শতাধিক জেলেকে আটক করে জেল জরিমানা করেছে তবুও জেলেদের অবৈধ ইলিশ মাছ শিকার কোনো ভাবেই থামেনি।
আজ উপজেলা প্রশাসনের নেতৃত্বে পদ্মার চরে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয় এবং বিপুল সংখ্যক মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.