অনলাইন ডেস্ক।।
জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯২ হাজার ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে।
জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের বিমানে করে করোনার এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
শনিবার বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ শাহরিয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে।’
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
স্বাস্থ্য অধিদপ্তররে তথ্যমতে, জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯২ হাজার ডোজ করোনার টিকাসহ দেশে এ পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার ২০০ ডোজ।
বৃহস্পতিবার পর্যন্ত এ টিকা প্রয়োগ করা হয়েছে ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭০ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৫ লাখ ৪৫ হাজার ৮৫৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫৪ লাখ ৯ হাজার ২১৭ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.