অনলাইন ডেস্ক।।
মা মারা গেছেন হঠাৎ। কিন্তু তার পাঁচ ও সাত বছর বয়সী দুই মেয়ে সেটা বুঝতেও পারেনি। তারা ভেবেছিল, তাদের মা ঘুমাচ্ছেন। তিনি ঘুমিয়েছেন ঠিকই; যে ঘুম আর ভাঙবে না। ছোট্ট দুই শিশু তাদের মায়ের হঠাৎ না ফেরার দেশে চলে যাওয়ার বিষয়টি প্রথমে বিশ্বাসই করতে পারে নাই। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ফ্রান্সের উত্তরপশ্চিমাঞ্চলের একটি শহরে।
শনিবার ওই অঞ্চলের প্রসিকিউটর বলেছেন, উত্তরপশ্চিম ফ্রান্সের একটি অ্যাপার্টমেন্টে দুই শিশু, যাদের বয়স ৫ এবং ৭ বছর— তাদের মায়ের সঙ্গে থাকতেন। অ্যাপার্টমেন্টে কয়েকদিন একসঙ্গে থাকলেও তারা বুঝতেই পারেনি, তাদের মা মারা গেছেন। মায়ের মরদেহ নিয়ে অ্যাপার্টমেন্টে থেকেছেন তারা।
স্কুলে দীর্ঘ অনুপস্থিতির কারণে পুলিশকে সতর্ক করে দেওয়ার পর ফ্রান্সের উত্তরপশ্চিমাঞ্চলের লি ম্যান শহরের ওই অ্যাপার্টমেন্টে বুধবার পুলিশ সদস্যরা পৌঁছান। এ সময় পুলিশ কর্মকর্তাদের দুই শিশু বলেন, ‘চুপ করো, মা ঘুমাচ্ছে।’
পরে পুলিশ সদস্যরা অ্যাপার্টমেন্ট থেকে ওই শিশুদের মায়ের মরদেহ উদ্ধার করেছেন; যিনি ১৯৯০ সালে আইভরিকোস্টে জন্মগ্রহণ করেছিলেন। ওই নারীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে।
ওই দুই শিশুকে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের এবং তারপর তাদের শিশু সেবা কেন্দ্রে নেওয়া হয়। মানসিক চিকিৎসক তাদের কাউন্সেলিং করেছেন বলে লি ম্যানের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে।
লি ম্যানের প্রসিকিউটর ডেলফাইন ডেওয়াইলি বলেছেন, আমরা এখন কিছু দিন অপেক্ষা করতে যাচ্ছি এবং তারপর ছোট মেয়েদের কাছ থেকে সাক্ষ্য নেওয়ার চেষ্টা করব।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.