জামালপুর সংবাদদাতা।।
“হৃদয় দিয়ে হৃদয়ের যতœ নিন” এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে জামালপুরে সাইকেল র্যালী হয়েছে। বুধবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এ সাইকেল র্যালীর আয়োজন করে।
সাইকেল র্যালীর উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
র্যালীটি শহরের বকুলতলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালীতে জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান প্রমুখ অংশ নেয়। এসময় র্যালীতে অংশগ্রহণকারীরা হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে রাখার সচেতনতামূলক প্রচারনা চালান।
এর আগে জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.