অনলাইন ডেস্ক।।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৬৫ জনের মৃত্যু হলো।
একই সময়ে সারা দেশে ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৬৭ জন, ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫২ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ৬৫ জনের মৃত্যু হলো।
চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৭৯০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৭৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৫৪ জন ভর্তি আছেন। ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৩৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২১৮ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.