অনলাইন ডেস্ক।।
ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
এর মধ্যে ঢাকায় ১৯৭ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৬ হাজার ৭০৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়ে এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ৫৯৭ জন।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৫টি হাসপাতালে ৮৩৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ২১৩ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৯ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.