অনলাইন ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছেন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে এক হাজার ৫৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৬৭।
গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গিয়েছিল এবং শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬২ শতাংশ।
আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ১৫ জন নারী।
এই সময়ে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ২ জন, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন।
২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন এক হাজার ৫৬৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ তিন হাজার ১০৬ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.