অনলাইন ডেস্ক।।
দীর্ঘদিন বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত নয়টি দৈনিক বাংলা পত্রিকা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে ৮ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সরকারি তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।
বাতিল হওয়া পত্রিকাগুলো হলো গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা, রিপোর্টার ও ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ফাইন্যান্সিয়াল ডেইলি।
১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা মোতাবেক পত্রিকাগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়েছে বলে তথ্যবিবরণীতে বলা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩ হাজার ২২২। নিবন্ধিত সংখ্যার মধ্যে দৈনিক পত্রিকা রয়েছে ১ হাজার ৩২৩। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ৫৪৯টি এবং মফস্বল থেকে ৭৭৪টি পত্রিকা প্রকাশিত হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.