অনলাইন ডেস্ক।।
উত্তর ইরাকের ইরবিল বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি বাহিনীকে সহায়তা দিতে বিমানবন্দরটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী।
তিনটি রকেট হামলা হয়েছে বলে প্রথমে জানায় ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিস।
পরে আরেকটি বিবৃতিতে কুর্দি কাউন্টার টেররিজম ফোর্স জানায়, বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছিল।
এতে বলা হয়, ‘দু’টি বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে চালানো হামলায় কেউ হতাহত হয়নি।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ওই এলাকায় কমপক্ষে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কুর্দি আঞ্চলিক সরকারের ফরেন মিডিয়া রিলেশন প্রধান লাউক গফুরি বলেছেন, ‘বিস্ফোরক বহন করছিল এসব ড্রোন। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এবং ভূখণ্ডের বাইরে সেটা বিস্ফোরিত হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
ইরবিল বিমানবন্দরে গত বছরও কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। ওই সময়ও বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.