শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরে শিবচরে ব্যাটারী চালিত অটো ভ্যানের নিচে পড়ে ইয়ামনি আক্তার নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বেলা ৩ টার দিকে
উপজেলার ভদ্রাসন ব্রিজ ঘাট তাতী পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সে ওই এলাকার ফরিদ সিকারীর মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, ভদ্রাসন ইউনিয়নের ব্রিজ ঘাট তাতি পাড়া এলাকায় পাকা রাস্তার উত্তর পাশ হইতে ইয়ামনি আক্তার পায়ে হেটে নিজ বাড়ীতে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন কাজির হাট বাজার হইতে কাচা তরকারী নিয়ে আশা একটি ব্যাটারী চালিত অটো ভ্যানের ধাক্কায় ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথেই তার মৃত্যু হয়।এসময় ঘটনাস্হল হইতে ভ্যান চালক মোঃ জাহাঙ্গীর মাদবরকে আটক করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.