জামালপুর সংবাদদাতা।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে সমাবেশ ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। বুধবার দুপুরে শহরের বাইপাস মোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার বিএনপিনেতাদের জুলুম-নির্যাতন করেও ক্ষান্ত হয়নি। তারা এখন বিএনপিকে সভা-সেমিনার করতেও বাঁধা দিচ্ছেন। নেতাকর্মীদের বাড়ী বাড়ী গিয়ে পুলিশি হয়রানিসহ হুমকি-ধামকি দিচ্ছেন। কিন্তু শত নির্যাতন করেও বিএনপিকে ধাবাইয়ে রাখা যাবে না। আগামী দিনে সরকার পতনের আন্দোলনে সকল নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.