অনলাইন ডেস্ক।।
সৌদি আরবের আভা বিমান বন্দরে এক ড্রোন হামলায় ৮ জন আহত হয়েছে। প্রতিবেশি দেশ ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী সংবাদ মাধ্যমকে এই খবর দিয়েছে।
প্রথমে একটি ড্রোন থেকে হামলার পর আরেকটি ড্রোনও থেকেও হামলার চেষ্টা চালানো হয়। তবে দ্বিতীয় ড্রোনটি গুলি করে ভুপাতিত করা হয় বলে এক বিবৃতিতে জানায় সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।
বিবৃতিতে বলা হয়, এই হামলায় ৮ জন আহত এবং একটি বেসামরিক বিমান ধ্বংস হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.