চারদিকে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। ইতিমধ্যেই ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সকল নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলার নির্দেশ দিয়েছে সরকার।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে বাংলাদেশে ৩ জন মারা গেছেন আক্রান্ত হয়েছেন মোট ৩৩জন। করোনাভাইরাসের কারণে বন্ধ রাখা হয়েছে সিনেমাহল সহ সকল ধরনের শুটিং।
এদিকে করোনাভাইরাসের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক তারকায় সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার নায়লা নাঈম সচেতনতামূলক বার্তা দিলেন।
ফেসবুকে নায়লা নাঈম নিজের একটি ছবি প্রকাশ করে লিখেন, ‘বাসায় বসে বসে প্রয়োজনে আমার ছবি দেখো! তাও, নিরাপদে থাকো, ঘরেই থাকো। জীবনটা আসলেই মহামূল্যবান ‘
এই সময়ে করোনাভাইরাস থেকে রক্ষার একমাত্র উপায় বাসায় থাকা। নায়লা নাঈম তার ভক্তদের উদ্দেশ্যে সেই আহ্বানই জানিয়েছেন।
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে গণপরিবহন পরিহার করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সম্প্রতি যারা বিদেশ থেকে ফিরেছেন বা তাদের সংস্পর্শে এসেছেন তাদের গণপরিবহন পরিহার করার আহ্বান জানিয়েছেন। তিনি তাদের ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকতে অনুরোধ করেছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.