অনলাইন ডেস্ক।।
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে লকডাউন বাড়বে। করোনার অতি সংক্রামক ভারতীয় ধরন ডেল্টার বিস্তারের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আল জাজিরা, ভিক্টোরিয়া রাজ্য রাতারাতি ৯২ জন আক্রান্ত বৃদ্ধির পর রবিবার এ ঘোষণা এসেছে। যা এক বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।
মহামারির পর মেলবোর্নে চালু হওয়ার লকডাউন দফায় দফায় বাড়ে। বৃহস্পতিবার বিধিনিষেধ শেষ হওয়ার কথা থাকলেও ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যান অ্যান্ড্রুজ রবিবার বলেন, তা সম্ভব নয়।
বর্তমানে মেলবোর্নের লকডাউন চতুর্থ সপ্তাহে চলছে। এর মধ্যে কারফিউ, খেলার মাঠ ও চলাচলে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।
তবে কতদিন বাড়িতে অবস্থানের নির্দেশ বহাল থাকবে তা জানাননি অ্যান্ড্রু। কর্মকর্তারা জানালেন, বিকল্প ব্যবস্থা অনুসন্ধান করা হচ্ছে।
ভিক্টোরিয়া রাজ্যে সাম্প্রতিক সংক্রমণের শিকার ৬০ ভাগের বয়স ৩০ বছরের নিচে। এ ছাড়া আক্রান্ত ১৫০ জন বয়স অনুর্ধ্ব ১০। আর হাসপাতালে ভর্তি রোগীদের বেশির ভাগে বয়স ৫০ বছরের নিচে। বর্তমানে এ রাজ্যে ৭৭৮ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।
এ দিকে প্রতিবেশী রাজ্য নিউ সাউথ ওয়েলসে অবস্থিত অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর সিডনিতে রবিবার ১ হাজার ২১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শহরটিতে দফায় দফায় লকডাউন বাড়িয়েও সংক্রমণ বশে আনতে পারেনি কর্তৃপক্ষ। মধ্য জুনে ডেল্টা ছড়িয়ে পড়ার পর থেকে এখানে ১৯ হাজারের মতো রোগী পাওয়া গেছে।
এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৫০ হাজারের কাছাকাছি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৯৯৩ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.