অনলাইন ডেস্ক।।
যুক্তরাষ্ট্র তার নাগরিকদের প্রতি অবিলম্বে কাবুল বিমানবন্দরের গেট থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ওই এলাকায় আত্মঘাতী হামলার একদিন পর শুক্রবার এ আহ্বান জানানো হয়। খবর আল জাজিরা।
এর আগে পেন্টাগন বলেছে, আমেরিকান ও আফগান মিত্রদের বিমানে করে সরিয়ে আনার যে কার্যক্রম চলছে তাতে এখনো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হামলার হুমকি রয়েছে।
এক সতর্ক বার্তায় কাবুলে মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, যে সব মার্কিন নাগরিক অ্যাবে গেট, ইস্ট গেট, নর্থ গেট কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে রয়েছে তাদের অবিলম্বে ওই সব এলাকা ত্যাগ করতে হবে।
এ দিকে কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানো আত্মঘাতী বোমা হামলাকারী ছিল মাত্র একজন। এর আগে এ ঘটনায় দুজন বোমা হামলাকারীর জড়িত থাকার এবং পৃথক দুটি বিস্ফোরণের কথা বলা হয়েছিল।
এক সেনা কর্মকর্তা বলেন, কাবুলে দুটি বিস্ফোরণ ঘটেছে, এটা আমরা বিশ্বাস করি না। একজন আত্মঘাতী হামলাকারী হামিদ কারজাই বিমানবন্দরের ফটকের বাইরে হামলা চালিয়েছে।
এ হামলায় কমপক্ষে ১৭৫ জন মারা যায়। যাদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা।
এ দিকে মার্কিন সামরিক বাহিনী ইসলামিক স্টেট -খোরাসানের পরিকল্পনাকারীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
কাবুল বিমানবন্দরে এই গ্রুপটিই ভয়াবহ আত্মঘাতী হামলা চালানোর দায় স্বীকার করেছিল।
সেন্ট্রাল কমান্ডের বিল আরবান বলেছেন, আফগানিস্তানের নানগরহার প্রদেশে ড্রোনের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, তিনি মারা গেছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.