অনলাইন ডেস্ক।।
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কয়েকটি মিত্র দেশ কাবুল বিমান বন্দরে সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করার পর এমন ঘটনা ঘটলো। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা তা এখনো জানা যায়নি।
এক তালেবান কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
বিমানবন্দরের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা তালেবান যোদ্ধারাও বিস্ফোরণে আহত হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.