অনলাইন ডেস্ক।।
পুত্রসন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী ও ভারতের লোকসভার অভিনেত্রী নুসরাত জাহান।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। নবজাতক এবং মা ভালো আছেন।
আনন্দবাজার জানায়, সন্তান জন্ম দেওয়ার সময় নুসরাতের ইচ্ছা অনুসারে তার পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।
অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মায়ের সব দায়িত্ব নিয়েছিলেন যশ। কিন্তু নুসরাত নিজে এই বিষয়ে নিয়ে মুখ খোলেননি।
নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়া প্রসঙ্গে তার ‘সাবেক স্বামী’ নিখিল আনন্দবাজারকে বলেছিলেন, ‘নুসরাতের সঙ্গে দীর্ঘ দিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’
তবে তার অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানা গেছে নুসরাতের এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.