অনলাইন ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। এই সময়ে আরও ১০২ জন মারা গেছেন; যা গত দুই মাসে সর্বনিম্ন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৭২৯ জন।
সর্বশেষ ২৬ জুন এর চেয়ে কম ৭৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত একদিনে করোনা আক্রান্ত চার হাজার ৬৯৮ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৪ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করে গত একদিনে চার হাজার ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ।
আগের দিন বুধবার ১১৪ জনের মৃত্যু হয়েছে এই প্রাণঘাতী ভাইরাসে। এদিন চার হাজার ৯৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।
গত এক দিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ হাজার ৩১৪ জন। এ পর্যন্ত মোট ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন সুস্থ হয়েছেন।
দেশে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র এবং প্রাণঘাতী।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.