অনলাইন ডেস্ক।।
আফগানিস্তান থেকে মার্কিন ডলার এবং প্রত্নসম্পদ বিদেশে স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। বিদেশ গমনরত কোনো আফগান নাগরিকের কাছে যদি এই দুটি জিনিস পাওয়া যায় বা কেউ যদি এমন কর্মকান্ডে জড়িত হয় তাহলে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে। খবর: বিবিসির।
যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে আফগানিস্তানের টাকা-পয়সা আটকে দেওয়ার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে এমন সিদ্ধান্ত নিল তালেবান।
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৯ বিলিয়ন ডলার রিজার্ভের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে আটকা পড়ে আছে। কিন্তু যুক্তরাষ্ট্র তালেবানদেরকে কোনো অর্থ ফিরিয়ে আনতে দিচ্ছে না।
বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) আফগানিস্তানের প্রতি তাদের সব ধরনের সহায়তা এবং ঋণদান স্থগিত করেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.