অনলাইন ডেস্ক।।
সিনোভ্যাক ও সিনোফার্ম নামে কোভিড-১৯ এর আরো দুটি টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যারা কোভিড-১৯ থেকে সুরক্ষার জন্য সিনোভ্যাক এবং সিনোফার্ম টিকা নিয়েছে তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবে। এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদেরও ওমরাহ হজ পালনে আর কোনো বাধা রইল না।
দেশটিতে এর আগে চারটি টিকার অনুমোদন দেওয়া হয়। সেগুলো হলো অক্সফোর্ড-আস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.