মোঃ নূর ইসলাম নয়ন।।
দিনাজপুরে মুজিব শতবর্ষ, স্বাধীনতার রজত জয়ন্তী ও জাতীয় শোক
দিবস ২০২১ উপলক্ষে ছানাপীর দাখিল মাদরাসার সবুজ চত্বরে ফলদ ও বনজ বৃক্ষরোপন
কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ১৯ আগস্ট বৃহস্পতিবার শহরের কালিতলাস্থ ছানাপীর
দাখিল মাদরাসার সবুজ চত্বরে ফলদ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন
প্রধান অতিথি দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ছানাপীর
দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অত্র মাদরাসার সবুজ
চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের
সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিৎ। বিশেষ করে ভেষজ ও ফলজ গাছ লাগাতে
সবাইকে আহ্বান জানান তিনি। তিনি বলেছেন, করোনাভাইরাস যদিও আমাদের সব
অগ্রযাত্রা সাময়িকভাবে থামিয়ে দিয়েছে, আমার আশা জনগণ এর থেকে মুক্তি
পাবে এবং আমরা আবারও এগিয়ে যাব। তিনি বলেন, আমাদের দেশের প্রাকৃতিক
পরিবেশ রক্ষা করা যেমন দরকার, তেমনি দরকার জনগণের খাদ্য ও পুষ্টি। মাদরাসার সুপার
মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক/শিক্ষিকাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা
সভায় বক্তব্য রাখেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ নাইয়ারুল আলম, মোঃ আনসার আলী,
মোঃ ওয়াজেদ আলী, মোঃ আব্দুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, আরজুমান আরা,
রিনা পারভীন, আরজুমান্দ আরা, আয়শা খাতুন, ওয়াজেদ আলী, খাইরুল নাহার, মোঃ
রিপন আলী, মোঃ হাসান আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা
মমিনুল ইসলাম মমিন, ছাত্রনেতা মোঃ নোমান আহম্মেদ, ইস্তিক সারওয়ার ও খাইরুল
ইসলাম। উক্ত মাদরাসার বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের
যুগ্ন সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল দায়িত্ব নেয়ার পর থেকে
করোনাকালীন অধ্যবদি পর্যন্ত মাদরাসার সকল ক্লাস অনলাইনের মাধ্যমে শিক্ষকরা
নিয়মিত নিচ্ছেন। মাদরাসার বর্তমান শিক্ষাথর্ীর সংখ্যা ৩৫০ জন। ইতিপূর্বে
পাশের হার জিপিএ-৫ সহ শতকরা ৯৫ ভাগ। উল্লেখ্য ফারুকুজ্জামান চৌধুরী
মাইকেলের বড়ভাই মরহুম আলহাজ্ব আবুল ফজল চৌধুরী ইতিপূর্বে অত্র মাদরাসার ৬ বছর
যাবৎ সফলতার সাথে সভাপতির দায়িত্ব পালন করেন। উক্ত মাদরাসার সবুজ চত্বরে জলপাই , চালতা ও আম গাছের চারা রোপন করা হয়।
(মোঃ ইউসুফ আলী, দিনাজপুর।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.