জুয়েল শাহাদাত, মাদারীপুর।।
সোমবার মাদারীপুর শহরের লঞ্চঘাট এতিমখানা কলোনি,দরগাশরীফ সংলগ্ন কবর খোলা কলোনি সহ বিভিন্ন স্হানে গিয়ে ইফতার বিতরণ করেন মানবিক মাদারীপুর।পাশাপাশি সড়কে রোজাদার যান বাহন শ্রমিক ও পথচারীদের মাঝে ৬০০ ইফতারের প্যাকেট পৌঁছে দেন মানবিক মাদারীপুর সংগঠনটির কর্মীরা।
এ সময় মানবিক মাদারীপুর সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক আদনান হোসেন দায়িন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের পক্ষে ইফতার বিতরণ করেন
‘মানবিক মাদারীপুর’ সংগঠনটি গত একমাস আগে চালু করা হয়।প্রায় ৩৫ সদস্য বিশিষ্ট এই সংগঠনটি সমাজের বিভিন্ন সেবা মুলক কর্মকান্ডে অংশ গ্রহনের মাধ্যমে বেশ সুনাম অর্জন করছেন মাদারীপুরে।মাদারীপুরের বিভিন্ন এলাকার যুবকদের নিয়ে পরিচালিত এই সংগঠনের সদস্যগণ তাদের নিজ অর্থায়নে করোনা ভাইরাসে গৃহবন্দি হওয়া অসহায় কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।তারই ধারাবাহিকতায় ষষ্ঠ বারের মত অসহায় লোকেদের মাঝে ইফতার বিতরণ করেন মানবিক মাদারীপুর।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.