অনলাইন ডেস্ক।।
সিআইডি’র আবেদনের প্রেক্ষিতে চিত্রনায়িকা পরীমনিকে আরও একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
বনানী থানায় করা মাদক মামলায় এর আগে আগস্টের শুরুতে দুই দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সিএমএম আদালতে হাজির করা হয়। বেলা ১২টার পর তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় পরীমনির জামিন শুনানি হওয়ার কথা ছিল গত বুধবার। এ দিন দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তাফা ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ায় পরীমনির জামিনের আবেদনটি খারিজ হয়ে গেছে।
গত ৪ আগস্ট ‘বিপুল মাদক’সহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.