অনলাইন ডেস্ক।।
ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার দেড় বছরের বেশি সময় পার হলেও করোনার দাপট খুব একটা কমেনি। এখনো বিশ্বের অনেক দেশে বহাল আছে লকডাউন বা চলাচলে আনা হয়েছে বিধিনিষেধ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যার পৌঁছে গেছে ৪৪ লাখের কাছাকাছি।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বুধবার বেলা পৌনে ১১টার দিকে জানায়, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২০ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৯৮১ জন মানুষ। মারা গেছে ৪৩ লাখ ৯৪ হাজার ৯৭১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার ৬৭৯ জন।
আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৫৮২ জন। মারা গেছে ৬ লাখ ৪০ হাজার ৯৩ জন।
৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ১০১ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৩২ হাজার ৫৫২ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ২০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৭০ হাজার ৭১৮ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।
রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৬৬ লাখ ৪২ হাজার ৫৫৯ জন ও মারা গেছে ১ লাখ ৭২ হাজার ১১০ জন।
তালিকার পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মোট ৬৫ লাখ ৪ হাজার ৯৭৮ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ১২ হাজার ৮৬৪ জন।
এ দিকে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে মঙ্গলবার বিকেলে জানানো হয়, দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৯৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মারা গেছে ২৪ হাজার ৫৪৭ জন। মোট শনাক্ত ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.