শিবচর সংবাদদাতা।।
সামাজিক দূরত্ব না মেনেই শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লঞ্চ, স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভীড় পড়েছে। ঢাকামুখী যাত্রী ছাড়াও দক্ষিনাঞ্চলের যাত্রীদেরও ছিল উপচে পড়া ভীড়। বেলা বাড়ার সাথে সাথে এ ভীড় আরো বাড়ে। সামাজিক দূরত্ব না মেনেই গাদাগাদি করে যাত্রীরা পারাপার হচ্ছে। গনপরিবহন বন্ধ থাকায় নদী পার হয়ে গন্তব্যে পৌছাতে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। মটরসাইকেল, ইজিবাইক চড়ে গুনতে হচ্ছে কয়েকগুন বাড়তি ভাড়া। বিশেষ করে নারী,বৃদ্ধ ও শিশুরা চরম বিপাকে পড়ছেন। ঝূকি নিয়েই অনেকে রওনা করছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.