মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য লুন্দি গ্রামের মসজিদের ইমামের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার ৬ দিন পরে ওই এলাকার আরো তিন কিশোরের সোমবার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ইমামের সংস্পর্শে আসা মোট ৯ জনের করোনা শনাক্ত হলো। এ তথ্য নিশ্চিত করেন রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরে এ পর্যন্ত করোনা মোট শনাক্তের সংখ্যা ৫২ জন, সুস্থ ২৯ জন, চিকিৎসাধীন ২১ জন এবং ২ জন মৃত্যুবরণ করেন। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১০, শিবচর উপজেলা ২৪, রাজৈর উপজেলা ১৭ ও কালকিনি উপজেলায় ১ জন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ২৫নং মধ্য লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে ইমাম সাহেবের করোনায় আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা আরো তিন কিশোরের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে সোমবার। যাদের বয়স ১৪, ১৬, ১৭ বছর। এদের মধ্যে একজন প্রতিবন্ধি রয়েছেন। যার চিকিৎসা তার বাড়িতে বসেই দেয়া হবে। বাকি দুইজনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এর আগে গত শনিবার ইমাম এর সংস্পর্শে আসা আরো ৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই ৬ জন রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইমামের সংস্পর্শে আসা মোট ৯ জনের করোনা শনাক্ত হলো।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.