অনলাইন ডেস্ক।।
টিকা সরবরাহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।
বুধবার রাত ৭টা ৫০ মিনিটে টিকা বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে মঙ্গলবার কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসে। টিকাগুলো সিনোফার্ম থেকে কোভ্যাক্সের আওতায় প্রথম চালান ছিল।
এ নিয়ে দুই চালানে প্রায় কোভ্যাক্স থেকে সিনোফার্মের প্রায় ৩৪ লাখ ডোজ টিকা দেশে এলো।
চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দুই ডোজ মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৬৮ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।
সব মিলিয়ে দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.