ডেস্ক রিপোর্ট।।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৫০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৭১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৭৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৩৩ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের পাঁচজন শহরের, অপর আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩১ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১৫ ব্যক্তির মৃত্যু হয়।
সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯১ হাজার ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ১ হাজার ৭২ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.