অনলাইন ডেস্ক।।
আগামী ১১ আগস্ট থেকে চলমান ‘কঠোর’ বিধিনিষেধ শিথিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রবিবার জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়, সব শিল্পকারখানা খোলা থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে।
শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
আর হোটেল-রেস্তোরাঁ আসন অর্ধেক খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
সড়কপথে মোট যানবাহনের অর্ধেক চলাচল করবে। আসন সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ।
করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদের পর সরকার ঘোষিত ‘কঠোর’ বিধিনিষেধ বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছিল। অবশ্য ব্যবসায়ীদের চাপে এরই মধ্যে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.