অনলাইন ডেস্ক।।
ইন্দোনেশিয়াকে করোনাভাইরাস চিকিৎসার জরুরি ওষুধ উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশ।
শনিবার ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান ইন্দোনেশিয়ার পাবলিক মেডিসিনস ও হেলথ সাপ্লাইস ম্যানেজমেন্টের পরিচালক ডা. উইয়েন্ড্রা ওয়াওরানতুর কাছে এসব ওষুধ হস্তান্তর করেন।
এসময় রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশের বন্ধু দেশ ইন্দোনেশিয়ার জনগণের জন্য শুভেচ্ছার প্রতীক হিসেবে এসব ওষুধ দেওয়া হলো।'
এশিয়ায় করোনাভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। গতকাল পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৩৫ লাখ ৭০ হাজারেরও বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে এবং এক লাখ দুই হাজারেরও বেশি মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.