অনলাইন ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় একদিনে মৃত্যুর এটি সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে দেশে করোনায় মোট ২১৯০২ জনের প্রাণহানি হলো।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৭৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা ১৩২২৬৫৪।
এর আগে ২৭ জুলাই ২৫৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিপ্তর।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রায় ৪৭ হাজার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৭.১২।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৫ হাজার ৭৮৬ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।
আগের দিন বুধবার সারা দেশে প্রায় ৫০ হাজারের মত নমুনা পরীক্ষা হয়েছিল, তাতে ১৩ হাজার ৮১৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। আর এক দিনে মৃত্যু হয় ২৪১ জনের।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.