আশরাফুর রহমান, কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যােগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে পুস্পমাল্য অর্পন, বৃক্ষরোপন, জুমমিটিং ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, যুগ্নসাধারন সম্পাদক লোকমান সরদার, উপজেলা সহকারি কমিশনার ভুমি সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মস্তফা কামাল, মুক্তিযোদ্ধা আবদুল মালেক, কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল ও ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.