জামালপুর সংবাদদাতা।।
জামালপুর সদর উপজেলার বাশচড়া ইউনিয়নের লাহিড়ী কান্দা এলাকা থেকে এক অজ্ঞাত পুরুষ (৪০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে লাহিড়ী কান্দা মেইন রোডের পাশের ডোবা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার ওই এলাকার লোকজন রাস্তার পাশ দিয়ে যাতায়াতের সময় পাশের ডোবা থেকে লাশ ভেসে উঠে দেখতে পায়। পরে খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই জসিম উদ্দিন জানায়, বুধবার দুপুরে লাহিড়ী কান্দা এলাকার রাস্তার পাশের ডোবা থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়। লোকটির পড়েনে ছিল লুঙ্গি ও টিশার্ট। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.