অনলাইন ডেস্ক।।
হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে আটক করেছে র্যাব। এর আগে কয়েকটি অভিযোগের ভিত্তিকে গ্রেপ্তার হন এ ব্যবসায়ী ও সাবেক আওয়ামী লীগ নেত্রী।
র্যাব সদর দপ্তর এক বার্তায় জানায়, সোমবার রাতে গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে আটক করা হয়েছে।
তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সোমবার বিকেলে পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ভোলার আব্দুর রহমান তুহিন নামের এক ব্যক্তি।
ওই মামলায় আইপি টিভি জয়যাত্রার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হেলেনা ছাড়াও হাজেরার নাম রয়েছে।
জয়যাত্রা টিভির প্রধান সম্পাদক কামরুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার সালাউদ্দিন, মাহফুজের নামও রয়েছে মামলায়।
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে গত বৃহস্পতিবার হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পেয়েছেন হেলেনা।
তিনি আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠন করে আলোচনায় আসেন। এ ধরনের সংগঠনকে অনুমোদনহীন ও ভুঁইফোড় বলে উল্লেখ করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার হেলেনার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকিটকি ও বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.